Wellcome to National Portal

৫২ ‘‘তম’’ জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় ‘‘ সমবায়ে গড়ছি দেশ স্মাট হবে বাংলাদেশ’’ উপজেলা সমবায় কার্যালয়ের তথ্য বাতায়নে আপনাকে স্বাগত।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

বোচাগঞ্জ উপজেলাধীন (০৩)তিনটি কেন্দ্রীয়, ১২৮ পউবো এবং  ১৫২ টি প্রাথমিক সমবায় সমিতির মধ্যে সবগুলোই কার্যকর সমবায় সমিতি। উপজেলার কার্যকর প্রাথমিক সমবায় সমিতিগুলিকে সমবায় সমিতি আইন, বিধিমালা ও সংশ্লিষ্ট সমিতির নিবন্ধিত উপ-আইন অনুসারে সামগ্রীক সাংগঠনিক ও আর্থিক কার্যাদি সম্পাদনের ক্ষেত্রে একটি প্লাট ফরমে নিয়ে আসা হয়েছে। যেমন: নিয়মিত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠান, বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান, হালনাগাদ ব্যবস্থাপনা কমিটি(নির্বাচনের মাধ্যমে), সমিতির নামীয় ব্যাংক হিসাব খুলে যাবতীয় লেনদেন পরিচালনা করা, সমিতির মাধ্যমে বিভিন্ন উৎপাদনমুখী প্রকল্প গ্রহণ করে সেসব প্রকল্পে বিনিয়োগ করা, সদস্যদের আয়বর্ধক মূলক প্রকল্পে ঋণ বিনিয়োগ করা এবং বিনিয়োজিত ঋণের সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করা, সদস্যগণের মধ্যে নিয়মিত লভ্যাংশ বিতরণ করা, নিয়মিত শেয়ার ও সঞ্চয় আমানত আদায়ের প্রক্রিয়া অব্যাহত রাখা, সমিতির হিসাবাদি যথাযথভাবে হিসাবের খাতায় লিপিবদ্ধ রাখা, সমিতির সদস্যদের অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে আমাসত সংগ্রহ হতে বিরত রাখা, সদস্য নয় এমন কোন ব্যক্তির নিকট হতে ঋণ গ্রহণ ও ঋণ বিতরণ হতে বিরত রাখাসহ প্রভৃতি বিষয়ে সমবায় সমিতিগুলিকে নিয়মিত পরামর্শ প্রদানসহ মনিটরিং এর মধ্যে রাখা হয়েছে।