Wellcome to National Portal

৫৩ ‘‘তম’’ জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় ‘‘ সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন  বাংলাদেশ’’ বোচাগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের তথ্য বাতায়নে আপনাকে স্বাগত।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

অর্জন সমুহ

০১) প্রতি সমবায় বর্ষে প্রতিটি কার্যকর সমবায় সমিতির নিরীক্ষা করা।

০২) নিরীক্ষীত সমবায় সমিতির নীট লাভের উপর নিরীক্ষা ফি ও সমবায় উন্নয়ন তহবিল আদায় করা।

০৩) আদায়কৃত নিরীক্ষা ফি ও সমবায় উন্নয়ন তহবিল ট্রেজারী চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা।

০৪) সমিতি পরিচালনায় সহায়তা প্রদান করা।

০৫) সঞ্চয় গঠনে সমবায়িদের উৎসাহ প্রদান করা।

০৬) সমবায় নীতিমালা সম্পর্কে ধারনা প্রদান।

০৭) সমবায়িদের প্রশিক্ষনের জন্য মনোনয়ন প্রদান করে প্রশিক্ষন ইনষ্টিটিউটে পাঠানো।