অত্র উপজেলার জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্ হ্রাস করণে সরকারি উদ্যোগ বাস্তবায়নের অন্যতম প্রধান সংস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে এবং এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে একটি অধিদপ্তর। সমবায় অধিদপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি নিবন্ধক ও মহাপরিচালক নামে অভিহিত। উপজেলা/মেট্টো: থানা, জেলা, বিভাগ ও সদর দপ্তর এ ৪ পর্যায়ে এ অধিদপ্তরের কার্যালয় বিস্তত। এছাড়া একটি জাতীয় প্রশিক্ষণ একাডেমি,কুমিল্লা (বাংলাদেশ সমবায় একাডেমি) এবং ময়মনসিংহ, ফেনী, নওগাঁ, কুষ্টিয়া, ফরিদপুর, মৌলভীবাজার, রংপুর, খুলনা, বরিশাল, ও নরসিংদীতে ১টি করে মোট ১০টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। সমবায় সমিতির নিবন্ধনসহ বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারণমূলক কর্মকান্ডের মাধ্যমে সমবায় আন্দোলনকে সহায়তা করা ও জনগণের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এ কার্যালয়ের মূল কার্যক্রম। সমবায় অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো অনুযায়ী এ কার্যালয়ের মোট অনুমোদিত জনবল ০৫ জন। কর্মরত রয়েছে ০৪ জন। ০১ জন উপজেলা সমবায় অফিসার। ০২ জন সহকারী পরিদর্শক ও এক জন অফিস সহায়ক। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের পদটি ০(শূন্য) রয়েছে।
বর্তমানে সমবায় সমিতির সংক্ষিপ্ত তথ্য: (ফেব্রুয়ারি/২৫পর্যন্ত)
ক্রঃ নঃ | বিবরণ | তথ্য |
১. | জাতীয় সমবায় সমিতির সংখ্যা | ০০ টি |
২. | কেন্দ্রীয় সমবায় সমিতির সংখ্যা | ০৩ টি |
৩. | প্রাথমিক সমবায় সমিতির সংখ্যা | ১৬২ টি |
৪. | দেশব্যাপী সমবায় সমিতির সংখ্যা | ০০ টি |
৫. | বিভাগব্যাপী সমবায় সমিতির সংখ্যা | ০০ টি |
৬. | সর্বমোট সমবায় সমিতির সংখ্যা | ১৬৫ টি |
৭. | ব্যক্তি সদস্য সংখ্যা | পুরুষ-১২,৩৪৫ জন, মহিলা-৪,৪৩৩ জন, সর্বমোট-১৬৭৭৮ জন |
৮. | শেয়ার মূলধন | ৪.৯৪ কোটি টাকা |
৯. | সঞ্চয় আমানত | ৩৫.৪০৮ কোটি টাকা |
১০. | কার্যকরী মূলধন | ৫৯.০২ কোটি টাকা |
১১. | মোট সম্পদ | ৭৩.৪৩ কোটি টাকা |
১২. | আশ্রয়ণ সমবায় সমিতির সংখ্যা | ১১ টি |
১৩. | পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সংখ্যা | ১ টি |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস